ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সব থেকে গুরুত্বপূর্ণ একটি অংশ হল মেনু , যাকে অনেকে ন্যাভিগেশনও বলে। কেননা , এই মেনু থেকে ভিজিটর টার কাঙ্ক্ষিত পেজে সহজে যেতে পারেন। মেনু সব সময় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের উপরে থাকে , সহজ কথায় – মেনু হেডারের একটা অংশ । এখানে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একটি মেনু তৈরি করতে হয় ।
কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেনু তৈরি করতে হয়
অ্যাপেইয়ারেন্সে ক্লিক করলে আপনি মেনু নামে একটা অপশন পাবেন । মেনুতে ক্লিক করলে আপনি নিচের মত দেখতে পারবেন । মেনু নেম দিয়ে সেভ করুন । একাধিক মেনু তৈরি করতে চাইলে create a new menu -তে ক্লিক করুন । মেনু নেম হয়ে গেলে আপনি বাম পাশে মেনুর এলিমেন্টগুলা দেখতে পারবেন।
আপনি চাইলে কোন পোস্ট , পেজ , ক্যাটেগরি বা কাস্টম লিঙ্ক মেনুতে ব্যাবহার করতে পারেন । নিচের ছবিতে একটু খেয়াল করেন। আমি একটি কাস্টম লিঙ্ককে মেনুতে অ্যাড করতেছি । প্রথেমে আমি নামে দিয়েছি এবং পরে ওই লেখাটাতে ক্লিক করতে কোন লিঙ্কে নিয়ে যাবে সেটা দিয়ে দিছি । পরে অ্যাড মেনুতে ক্লিক করে মেনুতে অ্যাড করছি ।
সবার শেষে ডিসপ্লে মেনুতে প্রাইমারি মেনুতে ঠিক দিছি । ওয়ার্ডপ্রেসে সাধারনত দুই ধরনের মেনু থাকে । একটা হেডার অংশে থাকে আর বাকিটা ফুটারে ( ওয়েবসাইটের শেষে ) । প্রাইমারি মেনুতে ঠিক দিয়ে রাখলে সেটা হেডারের মধ্যে দেখায় , মানে ওয়েবসাইটের শুরুতে । এবার সেভ মেনুতে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করুন।
কিভাবে ওয়ার্ডপ্রেসে সাব – মেনু তৈরি করতে হয়
বিভিন্ন সার্ভিস ওয়েবসাইটে সাব মেনু তরি করতে হয় । এমন Service -এ মাউস হোবার করলে বিভিন্ন সার্ভিসের নাম চলে আশে । এটাকে বলে সাব- মেনু । খুব সহজে এটা তৈরি করার যায়। Service এর আন্ডারে যে সার্ভিসগুলা রাখতে চান , মেনুতে সেগুলা সার্ভিস এর নিচে রাখুন । এরপর সার্ভিসের নিছের লিঙ্কগুলাকে একটি বাম দিকে ড্রাগ করে সরে দিন । ব্যাস কাজ শেষ । এবার ওয়েবসাইট মেনু চেক করুন।