ওয়ার্ডপ্রেসে কিভাবে নতুন একটি পোস্ট করতে হয়

এখন আমি আপনাদের দেখাবো ওয়ার্ডপ্রেসে কিভাবে নতুন একটি পোস্ট করতে হয় । আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে পোস্টে মাউস হোভার করলে আপনি চার অপশন দেখতে পারবেন । সেগুলা হল –

All Posts – এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের সকল পোস্ট দেখতে পারবেন।
Add new – নতুন পোস্ট তৈরি করার জন্য এটি ব্যাবহার করা হয় ।
Categories – এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের / ব্লগের বিভিন্ন বিভাগ তৈরি করতে পারবেন ।
Tags – আপনার ওয়েবসাইটে ব্যাবহৃত সকল ট্যাগ দেখতে পারবেন।

একটু পরে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ।

নতুন পোস্ট তৈরি করার আগে চলুন আমরা Categories ( বিভাগ ) অপশনটা নিয়ে একটু আলোচনা করি । ধরুন , আপনি আপনার ওয়েবসাইটে ১০০ টা পোস্ট করছেন বা করবেন । এই ১০০ টা পোস্ট তো একি বিষয় নিয়ে নয় , তাই না ? আপনি যদি একটা বিষয় ( topic ) নিয়ে ১০টা পোস্ট লিখেন , তাহলে সেই ১০ টা পোস্ট একটা বিভাগে রাখবেন যাতে আপনার ইউজাররা খুব সহজে তার দরকারি বিষয়ের পোস্ট পড়তে পারে।

আপনি এখন এই যে ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়াল সিরিজটা ফলো করছেন , এই সিরিজটা আমি ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল নামে বিভাগে রাখছি। যাতে আপনারা এখানে ক্লিক করে ওয়ার্ডপ্রেসের সব টিউটোরিয়াল এক সাথে পান।

কিভাবে ওয়ার্ডপ্রেসে পোস্ট ক্যাটেগরি ( বিভাগ ) তৈরি করবেন –

নতুন একটি বিভাগ তৈরি করার জন্য Categories এ ক্লিক করুন । তারপর আপনার পছন্দের বিভাগের নাম দিন । আরেক ভাবেও আপনি নতুন একটা বিভাগ তৈরি করতে পারেন , সেটা আমরা নতুন একটা পোস্ট করার সময় দেখব ।

কিভাবে ওয়ার্ডপ্রেসে নতুন একটি পোস্ট তৈরি করতে হয়

নতুন একটা পোস্ট তৈরি করার জন্য পোস্ট অপশন থেকে অ্যাড নিউতে ক্লিক করুন । এরপর আপনি একটা এডিটর দেখতে পারবেন । এই এডিটরটার নাম ব্লক এডিটর । আগে ওয়ার্ডপ্রেসে অন্য একটি এডিটর ছিল ওইটার নাম ক্লাসিক এডিটর ( যা প্রায় মাইক্রস্ফট ওয়ার্ডের মত ছিল ) । এখন এই ব্লক এডিটর ডিফল্ট এডিটর এবং এইটা পোস্ট করা অনেক সহজ। আপনি চাইলে Classic Editor এই প্লাগিন ইন্সটল করে ক্লাসিক এডিটর ব্যাবহার করতে পারেন ।

১। আপনার পোস্টের টাইটেল দিন ।
২। + ব্লক্সে ক্লিক করলে আপনি বিভিন্ন ব্লক দেখতে পারবেন । আপনার প্রয়োজন মত ব্লক নিন ।
৩। এখান থেকে আপনার তৈরি করা বিভাগ সিলেক্ট করুন ।
৪। ঐযে বলছিলাম অন্যভাবেও পোস্টের বিভাগ তৈরি করা যায় ! Add New Category – তে ক্লিক করেও করতে পারেন ।
৫। আপনার পোস্ট করা হলে আবার পাব্লিশ করুন Publish বাটনে ক্লিক করে ।

আর সুন্দর করে কিভাবে পোস্ট করতে হয় সেটা জানার জন্য আমাদের ব্লগ সেকশনটি ফলো করুন ।