ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে সাইডবার তৈরি করতে হয়

আপনার ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনার ভিজিটরের চোখে পড়ানোর জন্য সাইডবারের ভূমিকা অনেক । কেননা যখন একজন ভিজিটর আপনার কোন পোস্ট পড়ে , সে ডানে বা বামে সাইডবারে তাকায় । ওয়েবসাইটের কন্টেন্টকে সুন্দরভাবে দেখানোর জন্যও সাইডবার বিশষ ভূমিকা রাখে । বেশিরভাগ ওয়েবসাইটের সাইডবার বামে থাকে । এখান দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সাইডবার তৈরি করতে হয় ।

কিভাবে সাইডবার তৈরি করতে হয়

এর আগে আমরা ওয়ার্ডপ্রেস অ্যাপেইয়ারেন্স পার্টে উইজেটের নাম নাম শুনেছিলাম । উইজেট প্যানেল থেকে আপনার সাইডবারে বিভিন্ন এলিমেন্ট অ্যাড করতে পারি । তাহলে চলুন একটা সাইডবার তৈরি করে ফেলি। অ্যাপেইয়ারেন্স থেকে উইজেটে ক্লিক করলে আপনি কতগুলি এলিমেন্ট দেখতে পারবেন।