একটি ওয়েবসাইট ভিজিটেরের কাছে তখনি ভাল লাগে যখন ওয়েবসাইটটা দেখতে সুন্দর এবং কনটেন্টগুলি পরিপাটিভাবে সাজানো থাকে। আর এই কাজটা সহজ করে একটি থিম । আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল করতে হয় ।
অ্যাপেইয়ারেন্স থেকে থিমসে ক্লিক করলে আপনি ডিফল্ট কয়েকটা থিম দেখতে পারবেন । এই থিমগুলা দেখতে খুব একটা ভাল না আবার কন্টেন্ট ঠিক মত সাজানো যায় না। উপরে Add New -তে ক্লিক করলে আপনি অনেক সুন্দর সুন্দর থিম দেখতে পারবনে। চাইলে আপনি কি ধরনের ওয়েবসাইট বানাতে চান । সেটা লিখেও সার্চ দিতে পারেন। সব থেকে জনপ্রিয় থিম এবং লেটেস্ট থিমগুলি পাশের ট্যাবে ক্লিক করলেই দেখতে পারবেন। এছাড়াও আর অনেকভাবে ফিল্টারিং করা যায়।
ওয়ার্ডপ্রেসের একটা নিজস্ব প্লাটফর্ম আছে । যেখানে আপনি রিসোর্সের পাশাপাশি থিম ডিরেক্টরির থিম গুলাও দেখতে পারবেন। আর সেটা হল WordPress.org !
না জানলেও দোষ নাই – WordPress.com এবং WordPress.org এর মধ্যে পার্থক্য কি ?
আর আপলোড থিম এই অপশনের মাধ্যমে আপনার কেনা প্রিমিয়াম থিম আপলোড করতে পারবেন । কিভাবে প্রিমিয়াম থিম কিনতে হয় । সেটা জানতে আমাদের ব্লগ সেকশন ফলো করুন ।
ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল প্রক্রিয়া –
উপরের নিয়মে থিম অপশন থেকে > অ্যাড নিউ তে ক্লিক করে আপনার পছন্দের থিমটির উপর মাউস হোবার করলে আপনি ইন্সটল এবং প্রিভিউ নামে দুইটা অপশন দেখতে পারবেন । ইন্সটল বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার ওয়েবসাইটে থিমটি ইন্সটল হওয়া শুরু হবে । ইন্সটল হয়ে গেলে একটিভ করতে বলবে , এবার একটিভ করুন। থিম ভেদে ইন্সটল করার সময় কিছু প্লাগিন ইন্সটল করতে বলবে সেগুলাকে অ্যালাউ করে একটিভ করুন ।
এভাবে আপনি আপনার ওয়েবসাইটে থিম ইন্সটল করতে । আপনি যদি প্রিমিয়াম থিম কিনে থাকেন তাহলে আপলোড থিমে ক্লিক করে থিম আপলোড করুন । থিম ইন্সটল হয়ে গেলে আপনি যদি আপনার ওয়েবসাইট ভিজিট করেন , তাহলে খুব বেশি ভাল লাগবেনা। কারণ , থিম ইন্সটল করার পর কাস্টমাইজেশন করতে হয় । যা আমার এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল সিরিজের শেষে দেখব। তাই ধাপে ধাপে সব পার্ট শেষ করুন।