কিভাবে একটি ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল করতে হয়

একটি ওয়েবসাইট ভিজিটেরের কাছে তখনি ভাল লাগে যখন ওয়েবসাইটটা দেখতে সুন্দর এবং কনটেন্টগুলি পরিপাটিভাবে সাজানো থাকে। আর এই কাজটা সহজ করে একটি থিম । আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল করতে হয় ।

অ্যাপেইয়ারেন্স থেকে থিমসে ক্লিক করলে আপনি ডিফল্ট কয়েকটা থিম দেখতে পারবেন । এই থিমগুলা দেখতে খুব একটা ভাল না আবার কন্টেন্ট ঠিক মত সাজানো যায় না। উপরে Add New -তে ক্লিক করলে আপনি অনেক সুন্দর সুন্দর থিম দেখতে পারবনে। চাইলে আপনি কি ধরনের ওয়েবসাইট বানাতে চান । সেটা লিখেও সার্চ দিতে পারেন। সব থেকে জনপ্রিয় থিম এবং লেটেস্ট থিমগুলি পাশের ট্যাবে ক্লিক করলেই দেখতে পারবেন। এছাড়াও আর অনেকভাবে ফিল্টারিং করা যায়।

how to install wordpress theme in bangla

ওয়ার্ডপ্রেসের একটা নিজস্ব প্লাটফর্ম আছে । যেখানে আপনি রিসোর্সের পাশাপাশি থিম ডিরেক্টরির থিম গুলাও দেখতে পারবেন। আর সেটা হল WordPress.org !

না জানলেও দোষ নাই – WordPress.com এবং WordPress.org এর মধ্যে পার্থক্য কি ?

আর আপলোড থিম এই অপশনের মাধ্যমে আপনার কেনা প্রিমিয়াম থিম আপলোড করতে পারবেন । কিভাবে প্রিমিয়াম থিম কিনতে হয় । সেটা জানতে আমাদের ব্লগ সেকশন ফলো করুন ।

ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল প্রক্রিয়া –

উপরের নিয়মে থিম অপশন থেকে > অ্যাড নিউ তে ক্লিক করে আপনার পছন্দের থিমটির উপর মাউস হোবার করলে আপনি ইন্সটল এবং প্রিভিউ নামে দুইটা অপশন দেখতে পারবেন । ইন্সটল বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার ওয়েবসাইটে থিমটি ইন্সটল হওয়া শুরু হবে । ইন্সটল হয়ে গেলে একটিভ করতে বলবে , এবার একটিভ করুন। থিম ভেদে ইন্সটল করার সময় কিছু প্লাগিন ইন্সটল করতে বলবে সেগুলাকে অ্যালাউ করে একটিভ করুন ।

এভাবে আপনি আপনার ওয়েবসাইটে থিম ইন্সটল করতে । আপনি যদি প্রিমিয়াম থিম কিনে থাকেন তাহলে আপলোড থিমে ক্লিক করে থিম আপলোড করুন । থিম ইন্সটল হয়ে গেলে আপনি যদি আপনার ওয়েবসাইট ভিজিট করেন , তাহলে খুব বেশি ভাল লাগবেনা। কারণ , থিম ইন্সটল করার পর কাস্টমাইজেশন করতে হয় । যা আমার এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল সিরিজের শেষে দেখব। তাই ধাপে ধাপে সব পার্ট শেষ করুন।