ইন্টারনেটে ওয়েবসাইট যেকোন জায়গা থেকে অ্যাক্সেস করার জন্য ওয়েবসাইটকে ওয়েব সার্ভারে হোস্ট করতে হয়। এই লেসনে আমি আপনাদের দেখাব , কিভাবে ওয়েব সার্ভারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়। মূল আলোচনা শুরুর আগে , আসুন ওয়েব হোস্টিং সমন্ধে বিস্তারিত জেনে নেই ।
ওয়েব হোস্টিং কি ?
ইন্টারনেটের মাধ্যমে আমরা যে ওয়েবসাইটগুলো দেখি সেই ওয়েবসাইটের ফাইলগুলা কোন এক ওয়েব সার্ভারে রাখা আছে। সার্ভার বলতে আমরা একটা কম্পিউটারকে বুঝি , যে কম্পিউটারে সারাক্ষন ইন্টারনেট এবং বিদ্যুৎ সংযোগ থাকে। এই ওয়েব সার্ভারে ওয়েবসাইটের ফাইলগুলা রাখার পদ্ধতিকে বলে ওয়েব হোস্টিং ।
ওয়েব সার্ভারে ফাইল রাখার পর সেই ফাইলগুলাকে অ্যাক্সেস ( দেখার জন্য ) একটা ডোমেইনের প্রয়োজন হয়।
ডোমেইন কি ?
ডোমেইন নাম বলতে সাধারনভাবে কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায় । ডোমেইন নাম ক্লাইন্ট ( যিনি ওয়েবসাইটটা দেখতে / ভিজিট করতে চান ) কম্পিউটারকে ওয়েব সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। প্রত্যেক ওয়েবসাইটের নামের বিপরীতে একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে। কিন্তু আইপি দিয়ে ওয়েবসাইট মনে রাখা কষ্টসাধ্য । তাই ওয়েবসাইটের ঠিকানা মনে রাখার সুবিধার জন্য আইপি অ্যাড্রেসের পরিবর্তে যে নাম ব্যবহার করা হয় , তাকেই ডোমেইন নেম বলে । যেমন – wordpressbangla.com । একটি ডোমেইন নাম সংক্রান্ত সব কিছু নিয়ন্ত্রন করে ডোমেইন নেম সিস্টেম (DNS ) ।
এখন থেকে জানুন – কিভাবে বাংলাদেশ থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হয় ।
ওয়েব হোস্টিং কেনার পর আপনাকে হোস্টিং প্রভাইডার সিপ্যানেল লগইন অ্যাক্সেস দিবে । সেইটা ব্যাবহার করে হোস্টিং সিপেনেলে লগইন করুন । সিপ্যানেলে লগইন করার পর আপনি বিভিন্ন অ্যাপ / অপশন দেখতে পারবেন।
তারপর সফটওয়্যার অপশন থেকে ওয়ার্ডপ্রেস খুজে বের করুন।
এখন ইন্সটল বাটনে ক্লিক করুন –
এখন আপনার ডোমেইন সিলেক্ট করুন , In Directory থেকে WP রিমুভ করে দিন ।
এখন আপনি আপনার ডোমেইন টাইপ করে ওয়েবসাইট ভিজিট করুন। ওয়েবসাইটের এডমিন প্যানেলে ঢোকার জন্য ডোমেইন নেমের শেষে লিখুন /wp-admin । যেমন – wordpress.com/wp-admin