কিভাবে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়

লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস অনেক ভাবে ইন্সটল করা যায় । বহুল ব্যবহৃত পদ্ধতি হল -xampp বা xampp এর মাধ্যমে। কিন্তু এখন আর সহজে ইন্সটল করা যায় Bitnami WordPress এর মাধ্যমে। আজকে আমি দেখাব কিভাবে খুব সহজে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয় । আমার সাথেই থাকুন আর ধাপে ধাপে আমাদের দেখানো পদ্ধতি অনুসরণ করুন।

লোকাল হোস্ট কি ?

লোকাল হোস্ট কথাটি কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়ের এর সাথে সম্পর্কিত । Localhost কম্পিউটারের একটি ডিফল্ট নেটওয়ার্কিং নাম । এটি লুপ ব্যাক ঠিকানা পদ্ধতিতে কম্পিউটারের নিজেরদের মধ্যে একটি যোগাযোগের মাধ্যম তৈরি করে। কম্পিউটারের ডিফল্ট লুপ ব্যাক ঠিকানা হল 127.0.0.1 । এই ঠিকানা ব্যাবহার করে আমারা লোকাল সার্ভারের সব ফাইল অ্যাক্সেস করতে পারি। এই Loop Back Address – টি InterNIC কৃত সংরক্ষিত ঠিকানা , যা নেটওয়ার্ক কার্ডের ঠিকানা যাচাই করার জন্য ব্যাবহার করা হয়।

এখন চলুন দেখা যাক , কিভাবে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস করা যায় ।

প্রথমে ডাউনলোড করুন Bitnami WordPress

wordpress install in local server bangla tutorial
ধাপ – ১

ধাপ – ২ : আপনার পিসির অপারেটিং সিস্টেম বাছুন।

wp install in local server

ধাপ – ৩ :

binami install -1

ধাপ – ৪ :

bitnani wordpress install -2

ধাপ – ৫ :

এই খানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন । যা পরবর্তীতে এডমিন প্যানেল এক্সেস করতে লাগবে।

bitnani wordpress install -3

ধাপ – ৬ :

bitnani wordpress install -5

ধাপ – ৭ :

কিভাবে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে

ধাপ – ৮ :

wordpress install in localhost bangla tutorial

ধাপ – ৯ :

wordpress install complete tutorial in bangla

এবার এডমিন প্যানেল এক্সেস করার জন্য লিখুন – 127.0.0.1/wordpress/wp-admin । ইউজার নেম এবং পাসওয়ার্ড এর জায়গায় বিটনামি ইন্সটল করার সময় যা দিয়েছেন সেটা ব্যাবহার করুন।