ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে । সেই সাথে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি ওয়েবসাইটের চাহিদাও বাড়ছে। এখন , ওয়ার্ডপ্রেস কিভাবে শিখবেন? আর কোথায় থেকে শিখতে পারবেন? আপনার মনে যদি এমন প্রশ্ন ঘুরপাক খায় তাহলে আপনার জন্য ওয়ার্ডপ্রেস বাংলা । একটি ফ্রী এবং বাংলায় ওয়ার্ডপ্রেস শেখার প্লাটফর্ম । আমাদের ফ্রী ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল সিরিজটা ফলো করুন । আশা করি এর পরে আপনার ওয়ার্ডপ্রেস কিভাবে শিখব , কোথায় থেকে শিখব এই প্রশ্ন মাথায় থাকবেনা।
ওয়ার্ডপ্রেস বাংলা কি যথেষ্ট ওয়ার্ডপ্রেস শেখার জন্য ?
ওয়ার্ডপ্রেস বাংলা একটি বাংলা ভাষায় ওয়ার্ডপ্রেস শেখার প্লাটফর্ম। আমরা এখানে ফ্রীতে ওয়রদপ্রেস শেখাই । যদিও প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের জন্য আমরা নাম মাত্র মূল্যে আমরা প্রিমিয়াম কোর্স করাই। আপনি চাইলে আমাদের ফ্রী গাইডলাইন ফলো করেও শিখতে পারেন । এছাড়া আমাদের ব্লগ সেকশনে ওয়ার্ডপ্রেস নিয়ে নানা রকম পোস্ট করা হয়। আমরা বিভিন্ন থিম , প্লাগিন এবং ওয়ার্ডপ্রেসের টুকিটাকি নিয়ে পোস্ট করে থাকি। আপনি ওয়ার্ডপ্রেস শিখতে চাইলে আমাদের দেখানো গাইডলাইন ফলো করতে পারেন ।
কেন ওয়ার্ডপ্রেস শিখব?
- ওয়ার্ডপ্রেস একটি ফ্রী প্লাটফর্ম যে কেউ চাইলে ব্যবহার করতে পারে।
- এটা ইন্সটল করা খুব সহজ ।
- শুধু মাত্র কম্পিউটার চালানো দক্ষতা থাকলেই , ওয়ার্ডপ্রেস ম্যানেজ করা যায়।
- কোন প্রগ্রামিং দক্ষতা ছাড়াই আপনি ওয়েবসাইট বানাতে পারবেন।
- রেস্পন্সিভ ওয়েবসাইট বানানো যায়।
- ওয়েবসাইটকে খুব সহজে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজ করা যায়।
ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি ওয়েবসাইট তৈরি করা যায়
ওয়ার্ডপ্রেস দিয়ে প্রায় অনেক ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়।
- Blogs
- Business websites
- Portfolios
- Forums
- e-commerce sites
- Membership sites
- e-Learning Websites