কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কমেন্ট ম্যানেজমেন্ট করতে হয়

ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগিন করার পরে আপনি কমেন্ট নামে একটা অপশন দেখতে পারবেন । যদি আপনার ওয়েবসাইট অনেক দিন হয় বা অনেক পোস্ট থাকে তাহলে হয়ত আপনি কিছু কমেন্ট দেখতে পারবেন । এখান থেকে আপনার বিভিন্ন পোস্টে ভিজিটরের মতামত জানতে পারবেন।

কমেন্ট অপশনের গুরুত্ব –

আপনি যদি ব্লগ সাইট নিয়ে কাজ করেন তাহলে আপনার ভিজিটরের কমেন্ট ( মতামত ) অনেক গুরুত্বপূর্ণ । ব্লগ ওয়েবসাইটে মুলত যেকোন একটা বা কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য রেখে পোস্ট করা হয় । তাই আপনার পোস্ট সম্বন্ধে ইউজাররা কি মতামত দিচ্ছে সেটাও গুরুত্ববহ। আর ভিজিটর পোস্টে কমেন্ট করলে ভিজিটরের সাথে আপনার (ব্লগের ) একটা সম্পর্ক হয় । তাহলে আপনি কিছু রেগুলার ভিজিটর পাবেন । যদি আপনি ভিজিটরের ইন্টেরেস্টে নিয়মিত ব্লগ লেখেন ।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনেও কমেন্টের গুরুত্ব আছে , নিয়েমিত যদি আপনার ভিজিটরেরা আপনার ব্লগ পোস্টে কমেন্ট করে , তাহলে সার্চ ইঞ্জিনের কাছে আপনার কন্টেন্টের গ্রহণযোগ্যতা বাড়ে।

কমেন্ট আপ্রোভ করার সময় খেয়াল রাখতে হবে । কমেন্টি আপনার পোস্টের সাথে প্রাসঙ্গিগ কিনা । আপনি চাইলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পোস্ট তৈরি করার সময় পাশের সাইডবার থেকে কমেন্ট অপশন বন্ধ বা চালু করতে পারেন ।

how to manage comments in wordpress blog

পাশের চেক মার্কে ক্লিক করলেই আপনার পোস্টের নিচে কমেন্ট করতে পারবে । আমি এখানে আনচেক রাখছি । তাই আপনি কমেন্ট করতে পারছেন না ! 🙂