ওয়ার্ডপ্রেস অ্যাপেইয়ারেন্স পরিচিতি

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধিতে অ্যাপেইয়ারেন্সের ব্যাবহারের জুড়ি নেই । এখান থেকে আপনি নতুন থিম ইন্সটল অথবা প্রিমিয়াম থিম আপলোড করতে পারেবন। শুধু এটাই না , আপনার ওয়েবসাইটের সাইডবার ম্যানেজ করা এবং বিভিন্ন ওইজেটকে এখান থেকে কন্ট্রোল করতে পারেন ।

অ্যাপেইয়ারেন্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের খুবি গুরুত্বপূর্ণ অপশন । আপনার এডমিন ড্যাশবোর্ডে লগইন করার পর নিচেই এই অপশনটি দেখতে পারবেন । এটার উপর মাউস হবার করতে নিচের অপশনগুলি দেখতে পারবেন।

  • Theme – এখান থেকে থিম ইন্সটল এবং অ্যাক্টিভ / ডিএক্টিভ করতে পারবেন ।
  • Customization – ইন্সটল করা থিম এখান থেকে কাস্টমাইজেশন করতে পারেন ।
  • Widgets – সাইডবার তৈরি করা এবং বিভিন্ন ওইজেট কনট্রোল করা যায় ।
  • Menus – এখান থেকে আপনি ওয়েবসাইটের মেনু ( Navigation ) তৈরি করতে পারেন ।
  • Theme Editor – থিমের কোডে কোন পরিবর্তন করতে চাইলে । এই অপশন ব্যবহার করুন ।

উপরের অপশনগুলি বাদেও থিম এবং প্লাগিন ভেদে আর অপশন অ্যাড হতে পারে। যা আমরা পরবর্তীতে দেখব ।