ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি

নতুন ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পরে আপনি নিচের ছবির মত একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের সব কিছু কন্ট্রোল করতে পারেন।

wordpress dashboard introduction
ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি

ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি এক কথায় –

  • Home – ওয়ার্ডপ্রেসের হোম । বিভিন্ন প্লাগিন ব্যাবহার করে বিভিন্ন স্ট্যাটাস দেখতে পারেন।
  • Updates – ওয়ার্ডপ্রেসে নতুন আপডেট আসলে এখান থেকে জানবেন।
  • Posts – নতুন পোস্ট তৈরি করা এবং আগের পোস্ট এডিট করা যায় এখান থেকে।
  • Media – বিভিন্ন মিডিয়া ফাইল এখান থেকে কন্ট্রোল করা যায় ।
  • Pages – ওয়েবসাইটের নতুন পেজ খোলা এবং এডিট করা যায়।
  • Comments – বিভিন্ন পোস্টের মতামত কন্ট্রোল করা যায়।
  • Appearance – ওয়েবসাইটের জন্য থিক এবং উইজেট কন্ট্রোল করার জন্য ।
  • Plugins – নতুন প্লাগিন ইন্সটল করা এবং ডিএক্টিভ করা যায় এখান থেকে।
  • Users – ওয়েবসাইটের বিভিন্ন ইউজার কন্ট্রোল করা যায় ।
  • Tools – ওয়েবসাইটের বিভিন্ন টুল এবং ভিবিন্ন প্লাগিনের সেটিং পাবেন এখান থেকে ।
  • Settings – ওয়েবসাইটের সকল সেটিং এখানে দেখতে পারবেন।
  • Collapse Menu -ড্যাশবোর্ডের অপশনগুলাকে বামে চাপিয়ে রাখা ।

আপনি যখন বিভিন্ন প্লাগিন ইন্সটল করবেন । ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড প্লাগিনের ফাংশন ফেদে অপশন যোগ হবে।

Leave a Comment