নতুন ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পরে আপনি নিচের ছবির মত একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের সব কিছু কন্ট্রোল করতে পারেন।
ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি এক কথায় –
- Home – ওয়ার্ডপ্রেসের হোম । বিভিন্ন প্লাগিন ব্যাবহার করে বিভিন্ন স্ট্যাটাস দেখতে পারেন।
- Updates – ওয়ার্ডপ্রেসে নতুন আপডেট আসলে এখান থেকে জানবেন।
- Posts – নতুন পোস্ট তৈরি করা এবং আগের পোস্ট এডিট করা যায় এখান থেকে।
- Media – বিভিন্ন মিডিয়া ফাইল এখান থেকে কন্ট্রোল করা যায় ।
- Pages – ওয়েবসাইটের নতুন পেজ খোলা এবং এডিট করা যায়।
- Comments – বিভিন্ন পোস্টের মতামত কন্ট্রোল করা যায়।
- Appearance – ওয়েবসাইটের জন্য থিক এবং উইজেট কন্ট্রোল করার জন্য ।
- Plugins – নতুন প্লাগিন ইন্সটল করা এবং ডিএক্টিভ করা যায় এখান থেকে।
- Users – ওয়েবসাইটের বিভিন্ন ইউজার কন্ট্রোল করা যায় ।
- Tools – ওয়েবসাইটের বিভিন্ন টুল এবং ভিবিন্ন প্লাগিনের সেটিং পাবেন এখান থেকে ।
- Settings – ওয়েবসাইটের সকল সেটিং এখানে দেখতে পারবেন।
- Collapse Menu -ড্যাশবোর্ডের অপশনগুলাকে বামে চাপিয়ে রাখা ।
আপনি যখন বিভিন্ন প্লাগিন ইন্সটল করবেন । ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড প্লাগিনের ফাংশন ফেদে অপশন যোগ হবে।