ওয়ার্ডপ্রেস পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা( তৈরি করা ) । পিএইচপি একটি সার্ভার বেজড প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ , তাই এটি রান করার জন্য আমাদেরকে যেকোন সার্ভার ব্যাবহার করতে হবে । ওয়ার্ডপ্রেস ইন্টল করার জন্য আমরা দুই ধরনের সার্ভার ব্যাবহার করতে পারি।
দুই পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা যায় –
১। লোকাল সার্ভার
২। লাইভ সার্ভার
পরবর্তী লেসনে আমরা দেখব কিভাবে লোকাল এবং লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়। খুবি সোজা , দেখা হচ্ছে পরের লেসনে।