ওয়ার্ডপ্রেসের সব থেকে মজার অপশন হল প্লাগিন্স ! কারন আপনি বিভিন্ন প্লাগিন ব্যাবহার করে আপনার ওয়েবসাইটে নানা রকম ফিচার অ্যাড করতে পারবেন। আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্লাগিন ইন্সটল করতে হয় ।
কিভাবে ওয়ার্ডপ্রেসে প্লাগিন ইন্সটল করতে হয়
ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে প্লাগিন্স অপশনে মাউস হবার করলে আপনি ৩টি অপশন দেখতে পারবেন । Installed Plugins , Add New এবং Plugin Editor ।
- Installed Plugins – এখান থেকে ইন্সটল করা সব প্লাগিন দেখতে পারবেন।
- Add New – এখান থেকে নতুন প্লাগিন ইন্সটল করতে পারবেন।
- Plugin Editor – প্লাগিনে কোন চেঞ্জ আনতে চাইলে এখান থেকে এডিট করতে পারেন। তবে আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার না হন , তাহলে এখানে হাত দেয়ার দরকার নাই ।
এখন আমরা একটা নতুন প্লাগিন ইন্সটল করব ।এর জন্য অ্যাড নিউতে ক্লিক করুন । এর পর আপনি ট্যাবে আরও কিছু অপশন দেখতে পারবেন । আপনার প্রয়োজন মত ফিল্টারিং করুন । আপনি যে প্লাগিনটা ইন্সটল করতে চান সেটা সার্চ অপশনে লিখেন । ওই প্লাগিনটা আসলে Install Now – তে ক্লিক করে এক্টিভ করুন । যেমনটা আমি এখানে Contact 7 নামে প্লাগিন ইন্সটল করছি ।

প্লাগিন্সটা অ্যাক্টিভ করার পরে আপনি ড্যাশবোর্ডে এই প্লাগিনের একটা অপশন দেখতে পারবেন । সেখান থেকে এই প্লাগিনটার নানা অপশন দেখতে পারবেন ।
কিভাবে ওয়ার্ডপ্রেস প্লাগিন্স ব্যাবহার করতে হয়
চলুন যে contact 7 প্লাগিনটা ইন্সটল করলাম এবার সেটার ব্যাবহার দেখি । contact 7 প্লাগিন একটা Contact Form তরি করার প্লাগিন । এটা দিয়ে এখন আমরা একটা contact form তৈরি করব । যার মাধ্যমে আমরা ভিজিটরের বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে পারি ।
ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে Comments এর নিচে Contact নামে একটা অপশন দেখতে পারবেন । যেখানে মাউস হবার করলে আরও ৩টা অপশন দেখতে পারবেন । সেখান থেকে Add New – তে ক্লিক করুন ।

এখন আপনি ফর্মটির নাম দিন । এরপর নিচে দেখবেন বিভিন্ন ফিল্ড অপশন আছে । ডিফল্টে Name , Email , Subject এবং Message অপশন থাকে । আপনার যদি আর কোন ফিল্ড অ্যাড করতে হয় , তাহলে উপর থেকে অপশনে ক্লিক করেন । একটা পপ আপ বক্স আসবে সেখান থেকে Required ফিল্ডে ক্লিক করুন ( যদি ভিজিটরের কাছ থেকে অবশ্যই এই তথ্যটা আপনার দরকার হয় ) । ফিল্ডের নিচে একটা ট্যাগ দেখতে পারবেন ( [number* number-30] ) এইটা কপি করুন বা Insert Tag – এ ক্লিক করুন ।

এখন ফর্ম ফিল্ডে নিচের মত কোডটি পেস্ট করুন যে ফিল্ডের নিচে রাখতে চান । তারপর সেভ দিন ।
<label>Your Phone Number
[number* number-30] </label>
সেভ অপশনের ক্লিক করার পর আপনি নিচের মত একটা শর্ট কোড দেখতে পারবেন । এটা কপি করুন ।
[contact-form-7 id="784" title="Contact Form"]
কিভাবে প্লাগিনের শর্ট কোড ব্যাবহার করতে হয়
এখন একটা নতুন পেজ নিয়ে কোডটি পেস্ট করুন বা block থেকে Short Code নিন । এবার বক্সের ভিতর কোডটি পেস্ট করে , সেভ করুন । এবার পেজ ভিজিট করলে আপনি contact form দেখতে পারবেন ।

এখন আপনি কোন ইমেইলে ফর্মের ম্যাসেজ রিসিভ করতে চাচ্ছেন সেটা নিচে মার্ক করা জায়গায় দিন। ওয়ার্ডপ্রেসে ডিফল্ট এডমিন ইমেইলে যায় । আপনি চাইলে নিচে চেঞ্জ করুন ।

এভাবে আপনি ওয়ার্ডপ্রেসে ভিন্ন প্লাগিন ইন্সটল করে আপনি আপনার ওয়েবসাইট বিভিন্ন ফাংশন অ্যাড করতে পারেন ।