একটি ওয়েবসাইটের কন্টেন্টকে সুন্দর করে ভিজিটের কাছে তুলে ধরার জন্য , ভাল থিমের জুড়ি নেই । একটা সুন্দর ওয়েবসাইটের পাশাপাশি ওয়েবসাইটটা খুব তারাতারি লোড হওয়াও জরুরি । ফ্রী ওয়ার্ডপ্রেস থিম গুলার মাঝখান থেকে আপনাদের জন্য , আমি সেরা ১০টি থিমকে বাছাই করছি । যা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে দ্রুত লোড করতে সাহায্য করতে এবং কন্টেন্ট পেজেন্টেশনও দেখার মত করবে।
সেরা 10 টি ফ্রী ওয়ার্ডপ্রেস থিম
1 . Generate Press

ওয়ার্ডপ্রেসে থিম ডিরেক্টরিতে যত থিম আছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় এবং লাইট ওয়েট থিম হল জেনেরেট প্রেস থিম । জেনেরেট প্রেস থিমের অথর হল – EDGE22 Studios LTD । জেনেরেট প্রেস থিম ফ্রী এবং প্রিমিয়াম দুইটা ভারশনে পাওয়া যায়। প্রিমিয়াম সাবস্ক্রিবশন নিলে আপনি আগে থেকে করা ওয়েবসাইট ১ ক্লিকে ইম্পোরট করতে পারেবেন । এই ওয়ার্ডপ্রেস থিমটির তিনটি সেরা বৈশিষ্ট্য হল – speed, usability, & accessibility । আপনি নিশ্চিন্তে আপনার ব্লগ সাইট বা পেজ বিল্ডার দিয়ে এজেন্সি ওয়েবসাইট তৈরিতে ব্যাবহার করতে পারেন ।

2. Schema Lite

Schema Lite ফ্রী এবং SEO friendly ওয়ার্ডপ্রেস থিম। এই ওয়ার্ডপ্রেস থিমটি ব্লগিন এবং আমাজন আফিলিয়েট মার্কেটিংয়ের জন্য নিস সাইট বানানোর কাছে বহুল ব্যাবহার করা থিম । থিমটি লাইট স্পীড হওয়ার কারনে খুব দ্রুত ওয়েবসাইট লোড হয়। Schema Lite থিমের অথর হচ্ছে MyThemeShop । ফ্রী এবং প্রিমিয়াম দুই ভার্সনের এই থিম পাওয়া যায়। তবে ফ্রীতেই কাজ হয়ে যায় ।
থিমটির কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য
- Light Speed
- SEO Optimized
- AdSense Optimized
- Minimal and Clean Design
- Off Canvas Mobile Menu
- Unlimited Backgound Option
- Related Post
- Social Media
- WP Mega Menu Compatible
- WP Review Option
- News Letter Subscription

3. Astra

Astra ওয়ার্ডপ্রেস ফ্রী থিম গুলার মধ্যে থেকে সব থেকে বেশি ব্যাবহার করা থিম । এই থিম ক্লিন এবং সার্চ ইঞ্জিন অপ্টিমাইজ । Astra থিম দিয়ে ব্লগ , এজেন্সি এবং লোকাল বিজনেস ওয়েবসাইট করা যায় । ফ্রী ওয়ার্ডপ্রেস থিম গুলার মধ্য আমি একটাকে ৩ নম্বরে রাখছি । থিমের অথর Brainstorm Force যার বিশাল একটা টিম থিমের প্রতিনিয়ত আপডেট এবং নতুন নতুন টেম্পলেট তৈরিতে কাজ করতেছে ।
থিমটির কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য
- For blog, personal portfolio, business website and WooCommerce storefront
- Lightweight
- Native AMP
- Page builders friendly
- SEO friendly
- Regularly updated
- Fully customizable
4. Neve

Neve মাল্টি পারপাস ফ্রী ওয়ার্ডপ্রেস থিম গুলার মধ্যে জনপ্রিয় একটি থিম । ব্লগ , এজেন্সি অথবা অনলাইন ষ্টোর এই থিম দিয়ে খুব সহজে তৈরি করা যায় । এই থিমের অথর themeisle ।
থিমটির কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য
- Fully AMP optimized
- Minimalist design
- The theme is highly extendable
- SEO optimized code
- Neve works perfectly with page builders
- RTL & translation