ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল -ওয়ার্ডপ্রেস শিখুন ফ্রীতে
ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স ব্লগিং কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । খুব সহজে এবং বাজটের মধ্যে সেরা ওয়েবসাইট বানানোর জন্য দিন দিন দুনিয়াব্যাপী ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা বাড়ছে । আপনিও যদি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার নিজের ওয়েবসাইট বানাতে চান অথবা ফ্রীলাঞ্চিং করে আয় কারতে চান , তাহলে ওয়ার্ডপ্রেস আপনার জন্য একটি ভাল অপশন হতে পারে। আপনি যদি বুঝতে না পারেন কিভাবে ওয়ার্ডপ্রেস শিখবেন । তাহলে WordPress Bangla ওয়ার্ডপ্রেস শেখার জন্য সেরা জায়গা হতে পারে। এখানে পাবেন ফ্রীতে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল । এছাড়াও থাকছে ওয়ার্ডপ্রেস থিমস রিভিউজ , ওয়ার্ডপ্রেসের নানান সমস্যা নিয়ে ব্লগ সেকশন।
আপনি কি ওয়ার্ডপ্রেস শিখতে চান? নিজের একটা ওয়েবসাইট বানাতে চান? ওয়ার্ডপ্রেসকে বাড়তি আয়ের উৎস বানাতে চান? তাহলে ওয়ার্ডপ্রেস বাংলা আপনার জন্য সেরা জায়গা । আপনার শেখার সুবিধার্থে নিচে সিরিয়ালভাবে দেয়া আছে , কোন পর আপনি কোনটা শুরু করবেন । নিচে ওয়ার্ডপ্রেস কি তে ক্লিক করে শুরু করে দিন। পরে একটা টপিক শেষ করার পর , পরবর্তী পোস্টে ক্লিক করে পরের টপিকে যেতে পারেন ।