যেকোন ওয়েবসাইটের ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেস সেটিংস খুবি গুরুত্বপূর্ণ অংশ । এখান থেকে ওয়েবসাইটের অনেক গুরুত্বপূর্ণ অপশনের কাজ করা যায় । এখানে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেটিংসয়ের নানা রকম ব্যাবহার দেখব। সেটিংসে প্রবেশ করলে আপনি নিম্নোক্ত অপশনগুলি দেখতে পারবেন । যদি ভিন্ন ভিন্ন প্লাগিন্স ইন্সটল করলে সেগুলির অপশনও সেটিংসে যুক্ত হতে পারে।
ওয়ার্ডপ্রেস সেটিং – এর ডিফল্ট অপশন গুলি –
General Settings –
General Settings – এ ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে । যা একটা ওয়েবসাইটের জন্য খুব দরকারি । যেমন আপনার ওয়েবসাইটের টাইটেল , ট্যাগ লাইন কি হবে এবং সাইডবারে কীভাবে আপনার ওয়েবসাইটের URL দেখাতে চান। যেমন – https://wordpressbangla.com অথবা https://www.wordpressbangla.com/ । এছাড়াও ওয়েবসাইটের এডমিন ইমেইল এবং সময় ঠিক করতে পারেন।
Writing Settings –
Writing Settings থেকে আপনি আপনার ডিফল্ট পোস্ট ক্যাটেগরি নির্বাচন করতে পারেন। পরবর্তীতে আপনি কোন পোস্ট লিখলে অটোম্যাটিক্যালি সিলেক্ট হবে । যদিও ডিফল্ট হিসেবে Uncategorized সিলেক্ট করা থাকবে। আপনি যদি Uncategorized ক্যাটাগরির নাম চেঞ্জ করেন । তাহলে , সেটা এখানে দেখাবে ।
এর নিচে আপনি পোস্ট ফরমেট কি রাখবেন সেটা সিলেক্ট করতে পারেন। ডিফল্টভাবে Standard সিলেক্ট থাকে। তবে আপনি বিভিন্ন অপশন চেষ্টা করে দেখতে পারেন। যেটা আপনার ভাল লাগে সেটা সিলেক্ট করুন । এছাড়াও আপনি মেইলের মাধ্যমে পোস্ট করার জন্য SMTP সেটিংস দেখতে পারবেন। এটি আপনার নাও ব্যাবহার করা লাগতে পারে ।
Reading Settings
Reading Settings থেকে আপনি হোম পেজে কি দেখাবেন , সেটা ঠিক করতে পারেন। ডিফল্ট হিসেবে , আপনার পোস্টগুলি লিস্ট আকারে একটার পর একটা দেখাবে। আপনি যদি কোন নির্দিষ্ট পেজকে হোম পেজ বানাতে চান তাহলে সেটা সিলেক্ট করুন ।
হোম পেজের নিচে পোস্ট পেজ দেখতে পারবেন । সেখান থেকে আপনি আপনার পোস্ট পেজ সিলেক্ট করুন। যেমন , আমি এই ওয়েবসাইটের ব্লগ নামে পেজে সব পোস্ট দেখাবো , এই জন্য আমি ব্লগ পেজটি ঠিক করছি। এরপর আপনি কয়টা পোস্ট এক পেজে দেখাবেন সেটাও ঠিক করতে পারেবন । তবে ডিফল্ট ১০টা পোস্ট দেখায় । আপনি চাইলে ৫টাও দেখাতে পারেন।
নিচে ” Search engine visibility ” নামে যে অপশনটা দেখছেন । সেইটাতে যদি টিক দিয়ে রাখেন তাহলে , আপনার ওয়েবসাইটটি গুগল ক্রাউলার ভিজিট করবেনা। আপনার ওয়েবসাইট যদি ডেভেলপমেন্ট করতেছেন এমন অবস্থায় থাকে , তাহলে চেক দিয়ে রাখতে পারেন । পরে ওয়েবসাইট তৈরি করা হয়ে গেলে আনচেক দিয়ে দিবেন। এটি ওয়ার্ডপ্রেস সেটিং এর গুরুত্বপূর্ণ অপশন।
Discussion Settings
Discussion Settings থেকে আপনি আপনার ওয়েবসাইটএর বিভিন্ন পোস্টের মতামত ম্যানেজ করতে পারেন । যদিও এটা নিয়ে আমরা আগে একটু আলোচনা করেছি । আপনি একে একে অপশনগুলি দেখতে পারেন। আপনার কাছে সেটা ব্যাবহারযোগ্য মনে হবে সেইটাতে ঠিক দিয়ে রাখুন । আপনি চাইলে ডিফল্ট যা যা আছে সেটাই রাখতে পারেন।
Media Settings
Media Settings থেকে আপনি ইমেজ আপলোড দেয়ার সময় কি সাইজ হবে সেটা ঠিক করে দিতে পারেন। তবে ডিফল্ট যা আছে সেটাই রাখুন।
Permalink Settings – ওয়ার্ডপ্রেস সেটিংয়ে এর গুরুত্ব
Permalink Settings ওয়রদপ্রেস সেটিং – এর একটি গুরুত্বপূর্ণ অংশ । ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পর পরই এর সেটিংয়ে কাজ করতে হয়।
Permalink কি এবং এর গুরুত্ব কি ?
Permalink হল ব্রাউজারে যে লিঙ্ক দেখায় যেমনটা এই পোস্টের লিঙ্ক ( https://wordpressbangla.com/wordpress-settings ) আপনি দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটের এসইও এর জন্য এর গুরুত্ব অনেক । সাধারণত কোন পেজ বা পোস্টের লিঙ্ক ক্লিন হতে হয়। উপরের লিঙ্কএর যদি https://wordpressbangla.com/?p=123 এই রকম লিঙ্ক ব্যাবহার করেন তাহলে তা অর্থবহ হয়না । তাই বেশির ভাগ সময় পোস্ট নেম কে পারমালিঙ্ক হিসেবে ব্যাবহার করা হয়। আপনি চাইলে পোস্ট করার সময়েও তা এডিট করতে পারেন।
Privacy Settings
Privacy Settings আপনি Praivacy Policy পেজ সিলেক্ট করে দিতে পারেন। যেকোন ওয়েবসাইট জন্য এটা খুব গুরুত্বপূর্ণ । কাজেই আপনিও আপনার ওয়েবসাইটের জন্য Praivacy Policy পেজ তৈরি করুন ।