ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হটাৎ আপনি এই সমস্যার সম্মুখীন হতে পারেন – There Has Been A Critical Error On Your Website । এই বড় সমস্যার আজ আপনাদেরকে ছোট সমাধান দেব। আগে চলুন জেনে আসি ওয়ার্ডপ্রেসে কেন এই সমস্যা হয়।
কেন There Has Been A Critical Error On Your Website হয়
ওয়ার্ডপ্রেস ৫.৩ আপডেট আসার পরে এই সমস্যা সহ আরও সমস্যা যেমন like internal server errors, database connection errors এবং কখনও এমন সমস্যার ম্যাসেজ দেয়।
“There has been a critical error on your website. Please check your site admin email inbox for instructions.
Learn more about debugging in WordPress.”
এই ছোট সমস্যা আপনার ওয়েবসাইটের জন্য অনেক ক্ষতিকর হতে পারে । কারন এই সমসসার জন্য ভিজিটর আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারবেনা । এজন্য যখনি এই সমস্যা দেখবেন সাথে সাথে ঠিক করার চেষ্টা করতে পারেন । নিচে আমি খুব কমন ৩ টা কারন বলব যেটার জন্য There Has Been A Critical Error On Your Website এই সমস্যা হতে পারে।
WordPress Website Critical Error – এর কমন কারন সমূহ
- ওয়ার্ডপ্রেস আপডেট দেয়ার কারণে
- থিম বা প্লাগিন্স আপডেট দেয়ার পরে
- নাল / ক্রাক থিমস বা প্লাগিন্স ইন্সটল করলে
কিভাবে Critical Error – এর সমাধান করা যায়
এই সমস্যার সম্মুখীন হলে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এডমিন ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন না । এজন্য আপনাকে হোস্টিং সিপ্যানেল থেকে ফাইল ম্যানেজারে প্রবেশ করতে হবে। সেখান থেকে wp-content -এ গিয়ে plugins ফোল্ডারের নাম চেঞ্জ করতে হবে । যেমন – plugins-old । তার পর আপনার ওয়েবসাইটের এডমিন প্যানেলে ঢোকার জন্য রিফ্রেশ করুন।
এডমিন প্যানেলে ঢোকার পর আপনি অনেক ইরর দেখতে পারবেন । ঘাবড়ানোর কিছু নাই । এখন আবার সিপ্যানেলে প্রবেশ করে plugins ফোল্ডারের নাম এডিট করুন । আপনার যোগ করা বাড়তি অংশ কেটে দিন । যেমন – plugins । এবার এডমিন ড্যাশবোর্ড থেকে প্লাগিন অপশনে ক্লিক করলে সব প্লাগিন ডিএক্টিভ দেখতে পারবেন ।
এখন একটা একটা করে প্লাগিন এক্টিভ করুন । যেটা একটিভ করার পর There Has Been A Critical Error On Your Website এই সমস্যা দেখা যাবে । ওই প্লাগিনটা ডিলেট করুন । যদি আপনার ওই প্লাগিনটা দরকার হয় , তাহলে অন্য ডেভেলপারের প্লাগিন ব্যাবহার করুন ।