কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ন্যাভিগেশন মেনু ফিক্সড করা যায়?

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ন্যাভিগেশন মেনু ফিক্সড করতে চাইলে, আপনার নেভিগেশনের ক্লাস সিলেক্ট করতে হবে। ইলেমেন্টর দিয়ে যদি ন্যাভিগেশন মেনু বানান তাহলে সেখানে একটা ক্লাস ডিক্লিয়ার করুন। তারপর নিচের CSS কপি করি Custom CSS -অপশনে পেস্ট করে দিন।

কিভাবে ন্যাভিগেশন মেনু ফিক্সড করা যায়?
.header-menu{
  position: fixed !important;
  top: 0; /* The element will stick to the top of the page */
  z-index: 1000; /* Ensure it stays above other content */
  background-color: #fff; /* Optional: Set a background color */
  box-shadow: 0 2px 5px rgba(0,0,0,0.1); /* Optional: Add a shadow for better visibility */
}

আরও দেখুন – কিভাবে এলিমেন্টরে ট্রান্সপারেন্ট স্টিকি হেডার তৈরি করা যায় ফ্রী ( কোড সহ )

Leave a Comment