অনেক সময় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোন ছবি দেখায় না। এমনকি লোগো এবং থাম্নিলও দেখা যায়না। যদি আপনি ছবি ইন্সকপেক্ট করে দেখেন ৪০৪ ইরর দেখায়। এই সমস্যাটা ওয়ার্ডপ্রেস আপ্লোড ফাইলের পারমিশনের জন্য বেশির ভাগ ক্ষেত্রে হয়ে থাকে। এই রকম হলে আপনি যদি মিডিয়া লাইব্রেরিতে যান দেখবেন সব ফাঁকা। আপ্লোড ফাইলের পারমিশন রাইটেবল করে দিলেই সমাধান হয়ে যাবে।
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কেন ছবি দেখা যায়না?
আপনার কাছে মনে হতে পারে , আপনি ছবি আপলোড করলেন তাহলে ছবি গুলা গেল কোথায়? আসলে ছবি গুলা দেখাচ্ছেনা কারণ , ওয়ার্ডপ্রেস আপনার ছবিগুলাকে রেন্ডার করতে পারছেনা। কারণ আপনার আপোড ফাইলের পারমিশন রাইটেবল করা নাই।
দ্বিতীয় উপায় –
যদি ফোল্ডারের পারমিশন দেয়ার পরও ওয়েবসাইট / মিডিয়া লাইব্রেরিতে ছবি না দেখায় তাহলে আপলোড ফোল্ডারে কোন .htaccess ফাইলে থাকলে ডিলিট করে দিতে হবে। অথাব ইমেজ কমপ্রেস করে এমন প্লাগিন ( যেমন – WebPExpress Plugin ) থাকলে ডিলিট করে দিতে হবে। আশা করি আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটে ছবি না দেখার সমস্যার সমাধান হবে ।