ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ছবি না দেখালে কি করবেন? WordPress Images Issue

অনেক সময় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোন ছবি দেখায় না। এমনকি লোগো এবং থাম্নিলও দেখা যায়না। যদি আপনি ছবি ইন্সকপেক্ট করে দেখেন ৪০৪ ইরর দেখায়। এই সমস্যাটা ওয়ার্ডপ্রেস আপ্লোড ফাইলের পারমিশনের জন্য বেশির ভাগ ক্ষেত্রে হয়ে থাকে। এই রকম হলে আপনি যদি মিডিয়া লাইব্রেরিতে যান দেখবেন সব ফাঁকা। আপ্লোড ফাইলের পারমিশন রাইটেবল করে দিলেই সমাধান হয়ে যাবে।

WordPress Media Library Not Showing Images Issue
মিডিয়া লাইব্রেরি ফাঁকা দেখাচ্ছে।

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কেন ছবি দেখা যায়না?

আপনার কাছে মনে হতে পারে , আপনি ছবি আপলোড করলেন তাহলে ছবি গুলা গেল কোথায়? আসলে ছবি গুলা দেখাচ্ছেনা কারণ , ওয়ার্ডপ্রেস আপনার ছবিগুলাকে রেন্ডার করতে পারছেনা। কারণ আপনার আপোড ফাইলের পারমিশন রাইটেবল করা নাই।

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কেন ছবি দেখা যায়না?
404 Error দেখাচ্ছে।

দ্বিতীয় উপায় –

যদি ফোল্ডারের পারমিশন দেয়ার পরও ওয়েবসাইট / মিডিয়া লাইব্রেরিতে ছবি না দেখায় তাহলে আপলোড ফোল্ডারে কোন .htaccess ফাইলে থাকলে ডিলিট করে দিতে হবে। অথাব ইমেজ কমপ্রেস করে এমন প্লাগিন ( যেমন – WebPExpress Plugin ) থাকলে ডিলিট করে দিতে হবে। আশা করি আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটে ছবি না দেখার সমস্যার সমাধান হবে ।

আমার ওয়েবসাইটের ক্ষেত্রে .htaccess ফাইলে ডিলিট করে দেয়ার পর ছবি দেখাচ্ছে।

Leave a Comment