সুন্দর হাতের লেখা যেমন দেখতে অনেক ভাল লাগে। তেমনি একটি সুন্দর ফন্ট দিয়ে ওয়েবসাইটে ব্যাবহার করলে ওয়েবসাইট কন্টেন্টগুলাকে দেখতে ভাল লাগে। আজকে আমি দেখাব কিভাবে কিভাবে ওয়ার্ডপ্রেসে বাংলা ফন্ট ইন্সটল করতে হয় ।
প্লাগিনের সাহায্যে ওয়ার্ডপ্রেসে বাংলা ফন্টের ব্যাবহার –
ওয়ার্ডপ্রেস প্লাগিন অপশন থেকে অ্যাড নিউতে ক্লিক করুন। তারপর প্লাগিন পেজ থেকে সার্চ করুন – ” Use Any Font | Custom Font Uploader ” প্লাগিন পাব্লিশার – Dnesscarkey । প্লাগিনটি ইন্সটল করে অ্যাক্টিভ করলে সেটিংস অপশনের নিচে এই প্লাগিনের একটা অপশন দেখতে পারবেন। সেখানে প্রবেশ করে আপনার ইমেইল অ্যাকাউন্ট দিয়ে আউথেন্টিকেশন করুন ।
কিভাবে ফন্ট আপলোড করবেন
প্লাগিন ইন্সটল হয়ে গেলে ফন্ট আপলোডের পালা। আপনি যদি আগে থেকে আপনার পছন্দের ফন্ট ডাউনলোড করে থাকেন তাহলে সেটা আপলোড করুন। আর না থাকলে গুগল ফন্ট বা সুন্দর বাংলা ফন্ট খুজে বের করে ডাউনলোড করুন।
না জানলেও দোষ নাই – ওয়েবসাইটের জন্য ১০টি সেরা বাংলা ফন্ট
ফন্ট ডাউনলোড করার পর প্লাগিন অপশন থেকে আপলোড ফন্টে ক্লিক করুন । তারপর ফন্ট ফাইল থেকে .ttf ফাইলটি আপলোড করুন। আপলোড কারার সময় একটা নাম দিন।
এছাড়াও আপনি কিছু ওয়ার্ডপ্রেস বাংলা ফন্ট প্লাগিন ব্যাবহার করতে পারেন।
ওয়ার্ডপ্রেস বাংলা ফন্ট প্লাগিনস
- Bangla Web Fonts ; Publisher – M.A. IMRAN
- Bangla Font Solution for WordPress ; Publisher – ThemeBing
- Bangla Fonts Collection ; Publisher – Robert Biswas
- Use Bangla Fonts ; Publisher – osmansorkar
- Bangla Font Fixer ; Publisher – Tasnimul H. Tauhid