নতুন একটা পোস্ট বা পেজ তৈরি করার অপশনে ক্লিক করলে আমাদের কাছে দুইটাই এক মনে হয় । আসলে দুইটা একি মনে হলেও এক নয় । এই পার্টে দেখব ওয়ার্ডপ্রেস পোস্ট এবং পেজের মধ্যে পার্থক্য কি কি ।
পোস্ট
- পোস্ট সময়ের সাথে সম্পর্কিত । পোস্টের একটা নির্দিষ্ট সময় থাকে ।
- পোস্টকে ক্যাটাগরিতে রাখা যায়
- শ্রেণিবদ্ধভাবে সাজানো যায় । যেমন – প্যারেন্ট পেজ – চাইল্ড পেজ ।
- পোস্টকে হোম পেজ হিসেবে রাখা যায়না
- পোস্টে মতামত দেয়ার অপশন থাকে ।
- পোস্টকে RSS Feed – এ ব্যাবহার করা যায়
আশা করি উপরের আলোচনার মাধ্যমে পোস্ট বং পেজের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন।