
Go to project settings – এ ক্লিক করার পর নিচের মত অপশন দেখতে পারবেন। তারপর Create Service Account – এ ক্লিক করুন।

এখন সার্ভিস অ্যাকাউন্টের বিস্তারিত দিন । নিচের উদাহরন দেখুন ।

এরপর ওনার রোল সেট করুন ।

Done – ক্লিক করে । নিচের মার্ক করা ইমেইল টা কপি করুন ।

এখন বামপাশের ৩টা ডটে ক্লিক করে । নিচের মত Create Key -তে ক্লিক করুন।

JSON ফাইল সিলেক্ট করে Create বাটনে ক্লিক করুন । সাথে যাথে JSON ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হবে।

এখন Google Search Console – এ লগইন করে সেটিংসে ক্লিক করে । নতুন একটা ইউজার তৈরি করুন।

ইউজার তৈরি করার সময় ইমেইলের জায়গায় এপি আই তৈরি করার সময় যে ইমেইলটা কপি করছেন । সেটা দিন ।

এখন Continue -তে ক্লিক করলে নতুন একটা ওনার তৈরি হবে। এখন আপনি ওয়ার্ডপ্রেস এডমিন ড্যাশবোর্ডে লগইন করুন । লগইন করে WordPress Instant Indexing Plugin ইন্সটল করুন । ইন্সটল করে Rank Math অপশন থেকে Instat Indexing এ ক্লিক করুন । এখন এপিআই তৈরি করার পর যে JSON ফাইলটা ডাউনলোড হইছে । সেটা ওপেন করে কোড কপি করে পেস্ট করে দিন বা JSON ফাইলটা আপলোড করুন ।
