ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অনেক সময় থিম বা প্লাগিন্স আপলোড করতে গেলে আমরা এই সমস্যার মুখোমুখি হই The uploaded file exceeds the upload_max_filesize । আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে এটার সমাধান করবেন ।
কেন The uploaded file exceeds the upload_max_filesize সমস্যা হয়
এটা মুলত আপনার সিপ্যানেলে আপলোড ফাইল সাইজ অল্প থাকলে হয়। যেমন আপনার হোস্টিং সিপ্যানেলে সর্বাধিক ২ মেগাবিটের ফাইল আপলোড করা যায় । আপনি যদি এর বেশি মেগাবাইটের কোন ফাইল আপনার ওয়েবসাইট আপলোড করার চেষ্টা করেন । তাহলে The uploaded file exceeds the upload_max_filesize এই ইররটা দেখতে পাবেন।
সমাধান –
The uploaded file exceeds the upload_max_filesize এই সমস্যা সমাধান করার জন্য আপনাকে আপনার সিপ্যানলে আপলোডিং ফাইল সাইজ বাড়াতে হবে । চলুন দেখে নেয়া যাক কিভাবে সমাধান করব।
আপনার হোস্টিং সিপ্যানেলে প্রবেশ করুন । তার পর সার্চ অপশনে লিখুন PHP । আপনি MultiPHP INI Editor এইখানে ক্লিক করুন ।
MultiPHP INI Editor এ প্রবেশ করার পর আপনি আপনার ডোমেইন সিলেক্ট করুন । যে ডোমেইনে আপনি এই ইরর পাচ্ছেন। এবার নিেচ খেয়াল করুন upload_max_filesize নামে একটি অপশন পাবেন। যেখানে ডিফল্টভাবে ২ মেগাবাইট দেয়া থাকবে । সেখানে আপনি 64M , 128M, 512M ইত্যাদি দিতে পারেন ।
এভাবেই আপনি আপনার ওয়েবসাইটের আপলোডিং ফাইল সাইজ বাড়াতে পারেন। উপরের 2M এর জায়গায় 128M করে দিলে আশাকরি The uploaded file exceeds the upload_max_filesize directive in php.ini. এই সমস্যার সমাধান হয়ে যাবে। পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন।