Sub-domain redirect সমস্যা এবং সমাধান

কখনও কখনও সাব – ডোমেইন তৈরি করে ব্রাউজ করলে রুট ডোমেইনের পাশে ডিরেক্টরি তৈরি হয় । যেমন , সাব ডোমেইন বানালেন এমন – test.domain.com কিন্তু যখন ব্রাউজ করলেন URL হবে এমন – domain.com/test . অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আজকে আমি আপনাদেরকে এর সহজ সমাধান দিব।

Sub-domain redirect সমস্যা কখন হয়

sub-domain redirect সমস্যা মূলত unexpected redirect এর জন্য হয়ে থাকে। যেমন – সাব ডোমেইন তৈরি করার পর যখন ssl certificate অ্যাড করলেন তখনি এই সমস্যা হতে পারে। যখন – http ভার্সনে ব্রাউজ করলেন তখন হতে পারে । ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনি যদি ssl certificate install না করে https দিয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল করেন , তাহলে এই সমস্যার সম্মুখীন হতে পারেন ।

Unexpected Redirect এর সমাধান –

এই সমস্যার সমাধান অনেক ভাবে হতে পারে । তবে সব থেকে কার্যকরী সমাধানটা আগে আপনাদের দেখাচ্ছি। যদি এটাতে কাজ না তাহলে পরের গুলা ফলো করুন।

সমাধান নং – ১

আপনার হোস্টিংএর সিপ্যানেল থেকে Domain লিখে সার্চ করুন । এবার ডোমেইনে ক্লিক করলে আপনি আপনার সব ডোমেইন এবং সাব ডোমেইনগুলা দেখতে পারবেন। এখন Force to Https অন/অফ করে চেক করুন । চেক করার জন্য অবশই আপনার বাউজারের ক্যাশ ক্লিন করবেন এবং Ctrl + F5 এক সাথে চেপে রিফ্রেশ করুন ।

Sub-domain redirect problem

Leave a Comment