ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যখন আপনি কোন থিম বা প্লাগিন্স ইন্সটল করতে যান তখনি The link you followed has expired এই সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি যদি এই সমস্যার মধ্যে পরে থাকেন তাহলে এই সহজ সমাধানটা আপনার জন্য ।
কেন The link you followed has expired এই সমস্যা হয়ে থাকে?
ওয়ার্ডপ্রেসের কমন সমস্যাগুলোর মধ্যে এইটা একটা সমস্যা । প্রায় এই সমস্যার মুখোমুখি হতে হয় । এই সমস্যা যখন ওয়ার্ডপ্রেসে দেখা দেয় । তখন এডমিন প্যানেলে তেমন কোন ম্যাসেজ দেয়না ।
কিভাবে ওয়ার্ডপ্রেসের সমস্যা The link you followed has expired সমাধান করা যায়
এই সমস্যার প্রধান কারন পিএইচপি মেমরি সেটিংসে । আপনার ওয়েবসাইট সর্বোচ্চ আপলোডিং সাইজ , আপনার যে ফাইলটা ( থিম ) আপলোড করতেছেন তার থেকে কম । আপনাকে সর্বোচ্চ আপলোডিং সাইজ বাড়াতে হবে ।
একটু পড়ুন – কিভাবে পিএইচপি আপলোড মেমরি লিমিট সর্বোচ্চ করা যায় ?
সিপ্যানেলে প্রবেশ করে MultiPHP INI Editor সার্চ করুন । সেখান থেকে আপলোড মেমরি লিমিট বাড়াতে পারেন ।
আপনি চাইলে Editor Mode থেকে নিচের কোডটি বসিয়ে খুব সহজে The link you followed has expired এই সমস্যার সমাধান করতে পারেন ।
memory_limit = 256
upload_max_size = 64M
post_max_size = 64M
upload_max_filesize = 64M
max_execution_time = 300
max_input_time = 1000
ওয়ার্ডপ্রেসের সমস্যা নিয়ে আরও পড়ুন –
> Unable to create directory wp-content/uploads সমাধান