Unable to create directory wp-content/uploads সমাধান

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইমজে বা ফাইল আপলোড দিলে Unable to create directory wp-content/uploads । অনেক সময় এই সমস্যার কারনে ওয়েবসাইটে কোন ফাইল আপলোড করা যায়না । এই বড় সমস্যার খুব ছোট সমাধান দিব ।

Unable to create directory wp-content কেন হয়?

আমরা যদি একটি সম্পূর্ণ ইররটার দিকে দেখি Unable to create directory wp-content/uploads/2021/02. Is its parent directory writable by the server? , তাহলে দেখতে পাচ্ছি যে ডিরেক্টরিতে ফাইলটা আপলোড করতে চাচ্ছি । সেই ডিরেক্টরিটা writable না । কেন writable না ? আসলে writable পারমিশনটা দেয়া নাই , ওই ফোল্ডারে । তাই এই ইররটা দেখাচ্ছিল ।

Unable to create directory wp-content

কিভাবে Unable to create directory wp-content সমাধান কারা যায়

ডিরেক্টরি পারমিশন চেঞ্জ করার জন্য আমাদেরকে হোস্টিং সিপ্যানেলে প্রবেশ করতে হবে । আপনার হোস্টিং সিপ্যানেলে প্রবেশ করে ফাইল ফাইল ম্যানেজারে যান । Public_html থেকে আপনার ওয়েবসাইট যে ফোল্ডারে আছে । সেই ফোল্ডারে প্রবেশ করেন । এখন wp-content ফোল্ডারে প্রবেশ করে Uploads ফোল্ডারে মাউস হোবার করে Change Permission – এ ক্লিক করে , পারমিশন চেঞ্জ করেন । যদি পারমিশন 644 থাকে তাহলে 777 করেন ।

how to change WordPress folder permission

এভাবে আনি সিপ্যানেলের ফোল্ডারের পারমিশন বদল করতে পারেন । যদি উপরের সমাধানের পরও আপনার সমস্যা থেকে থাকে । তাহলে wp-content ফোল্ডারের পারমিশন যাচাই করুন । যদি 644 থাকে তাহলে 777 করে দিন । আশাকরি আপনি ফাইল আপলোড ইরর এর সমাধান পাবেন ।

আর পড়ুন – The uploaded file exceeds the upload_max_filesize

Leave a Comment